চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল সোমবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ক্লাবের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বিদায়ী সহসভাপতি অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির বার্ষিক সাধারণ সভা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চুয়েট ক্লাবের গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী পরিষদের জন্য একটি কমিটির মনোনয়ন দেওয়া হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ সাধারণ সম্পাদক মনোনীয় হন। এছাড়া সহসভপতি হিসেবে প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে পিএন্ডডি দপ্তরের সেকশন অফিসার মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক হিসেবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাসুম রানা প্রামাণিক, যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে মেকাট্রনিঙ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মিরাইজ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমিন এবং সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও ডেপুটি লাইব্রেরিয়ান মো. এমরানুল হক মনোনীত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতি সমিতি-চট্টগ্রাম চ্যাপ্টারের সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে এওয়ারনেস র‌্যালি