চুয়েট ইনকিউবেটর পরিদর্শনে ইউজিসির কমিটি

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চুয়েটে ইউজিসি কর্তৃক গঠিত কমিটির আইটি বিজনেস ইনকিউবেটর পরিদর্শন ও মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউজিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপপরিচালক মো. হাফিজুর রহমান, কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাজেদুর রহমান। চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগে বরণ ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিক্ষকরা মেধাবী ও যোগ্য নাগরিক তৈরির মূল কারিগর