চুয়েট ইনকিউবেটরে স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম বিষয়ক সেমিনার

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ এবং আইওটি বেইজ্‌ড ফল ডিটেকশন এন্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খবর বাসসের।

গত সোমবার চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বন্যা দুর্গতদের পাশে সাইফ পাওয়ারটেক