চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত সোমবার চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে গেস্ট অব অনার ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে আছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ড. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
প্রশিক্ষণে চুয়েটের বিভিন্ন বিভাগ ও দফতরের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।