চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ কার্যকরী কমিটির সমাপনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল হুদা।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. রুবেল মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।