চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর) এর আয়োজনে ‘দৈনন্দিন জীবনে পানি ও স্যানিটেশন অভিযোজন এবং হাইজিন ইস্যু’ বিষয়ক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সভাপতিত্ব করেন সিইএসইআর–এর চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং অধ্যাপক ড. আসিফুল হক, সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের ম্যানেজার মো. আব্দুস সামাদ ও সিইএসইআর–এর গবেষণা প্রভাষক মো. বশিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।