চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের ১৯ আবর্তের শিক্ষার্থীদের আয়োজনে ‘স্থাপত্যে বর্ষা’ শিরোনামে ভার্চুয়ালি বর্ষাবরণ উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি কানু কুমার দাশ, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মৈনাক ঘোষ, আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের কোষাধ্যক্ষ স্থপতি বিজয় তালুকদার, স্থাপত্য বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রীতিকা বিশ্বাস, ফারিয়া মতিন সানজিদা, মৌমিতা অধিকারী, ফৌজিয়া আফরোজ বুশরা, শাহারিয়ার মাহমুদ তামজীদ, মানতাকা জুননুরাইন আদৃত, স্বর্ণা বনিক পাপিয়া। নৃত্য পরিবেশন করেন ফাইজা আলম নুহি, সুমাইয়া নাফিস রাফা ও অনিন্দিতা দাশ। আবৃত্তি পরিবেশন করেন নাজিফা আনজুম। আবৃত্তি করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজ আল-মামুন। একক গান পরিবেশন করেন সহকারী অধ্যাপক দেবশ্রী মন্ডল ও অমিত ইমতিয়াজ। এ পর্বটি সঞ্চালনা করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক তাজিয়া রহমান। ওমকার দত্ত জয় নিজের লেখা ইতিহাসভিত্তিক কবিতা পাঠ করেন।
সব শেষে বর্ষাভিত্তিক চুয়েটের স্থিরচিত্র নিয়ে একটি ভিন্নধর্মী ডকুমেন্টারি উপস্থাপন করেন শর্মিষ্ঠা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপ্তিমান দাশ, জারিন তাসনিম রোদশি, মানতাকা জুননুরাইন আদৃত, নাজিফা আনজুম ও ফারদিন হাসান আবিদ। প্রেস বিজ্ঞপ্তি।