চুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভর্তি কার্যক্রম শুরু ৫ ডিসেম্বর

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/ লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ওয়েবসাইট https://admissionckruet.ac.bd/res.php-এ বিস্তারিত জানা যাবে। এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় সম্মিলিতভাবে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপে মেধাক্রম ১-১৪৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) গ্রুপে মেধাক্রম ১-১৬৫৬ পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ভর্তির জন্য সবমিলিয়ে চুয়েটে ৯০১টি আসন, কুয়েটে ১০৬৫টি আসন এবং রুয়েটে ১২৩৫টি সর্বমোট ৩২০১টি আসন রয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সমন্বিতভাবে ‘ক’ গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে মোট ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে আগামী ৫ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিট থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ প্রহরায় দেওয়ান বাজারে স্থগিত ‘ক’ ইউনিটের সম্মেলন
পরবর্তী নিবন্ধতদন্ত প্রভাবিত করার অভিযোগ মায়ের