চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক হিসেবে চুয়েটের সাবেক ভাইস–চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক রেহায়েত করিমকে সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়েটের টিএসসি’র তৃতীয় তলার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো. শাহ জালাল মিশুক।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান এবং আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক মনোয়ার ওয়াদুদ হৃদয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান। সঞ্চালনা করেন প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












