চুয়েটে র‌্যাগিংয়ের অভিযোগ, ১০ শিক্ষার্থীকে শোকজ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা হলের একটি কক্ষে তাদের বিরুদ্ধে র‌্যাগিংয়ে এই অভিযোগ উঠে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ই আগস্ট রাতে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টগণ গভীর রাতে ওই হল পর্যবেক্ষণ করতে যান। এ সময় তারা হলের এন৫১২ নং কক্ষের ভিতর ২০২৩২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থীকে অন্য কয়েকজন শিক্ষার্থীর সাথে র‌্যাগিংয়ের অবস্থায় দেখতে পান। হল প্রভোস্টদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর গতকাল সোমবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক জড়িতদের বিরুদ্ধে এই নোটিশ ইস্যু করেন।

ওই ১০ শিক্ষার্থী হলেন আহমেদ ইনতিসার, আব্দুল্লাহ আল নাসির, তানভীর খান, সাজ্জাদ হাসান, মনসুর আলম সিয়াম, মোনতাসির হোসেন মাহি, মো. রাফি আহম্মদ ভূইয়া, সাখাওয়াত হোসেন সজীব, এসকে ফাহিম আহমেদ, এম আতিকুর রহমান ফাহিম। নোটিশ পাওয়া সকলেই ২০২৩২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

জানা যায়, নোটিশপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে ছাত্রকল্যাণে অধিদপ্তরে উপস্থিত হয়ে কেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে স্বহস্তে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। একই সাথে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য প্রদান করতে হবে বলে বলা হয় নোটিশে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. মাহবুবুল আলম র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে নোটিশ দেয়ার কথা দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ৫ বগি রেখে চলল ট্রেন, পরে ইঞ্জিন বিকল
পরবর্তী নিবন্ধরায় শুনে অসুস্থ,হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু