চুয়েটে রিনিউয়েবল এনার্জি ফোরাম শীর্ষক সেমিনার

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) ও গ্রিন লিড এর যৌথ উদ্যোগে ‘রিনিউয়েবল এনার্জি ফোরাম ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য ড. মো. রফিকুল ইসলাম, বিপিডিবি চট্টগ্রাম পাওয়ার স্টেশন এর সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার, লিডট্যালেন্ট এক্যুইজিশন অ্যান্ড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশশ্রীলঙ্কা রেকিট এর সালমান খায়ের এবং অনলাইনে যুক্ত ছিলেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এর প্রথম সচিব ও সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো অপারেশন শাখার উপপ্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম। এতে সভাপতিত্ব করেন চুয়েটের সাবেক উপউপাচার্য ও আইইটি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা ও দেবস্মিতা ধর।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ আগস্ট ২দিনব্যাপী প্রফেশনাল ট্রেইনিং অন রিনিউয়েবল এনার্জি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধঅগ্নিদুর্ঘটনারোধে সবাইকে এগিয়ে আসতে হবে : মেয়র