চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ‘৮ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিনিউএবল এনার্জি’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে।
গত ১১ ডিসেম্বর চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ছিলেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। টেকনিক্যাল চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল সেক্রেটারি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২১ ব্যাচের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে যোগ দেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা যারা নবায়ণযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিঙ, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে তাঁদের ভাবনা ও গবেষণা তুলে ধরেন। এতে ৬টি কী–নোট সেশন ও ১টি ইনভাইটেড সেশন অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে ২৪১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এছাড়া আরও ছিলো পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট, রোবারেস প্রতিযোগিতা। শিল্প–একাডেমিয়া সমন্বয় আরও সুদৃঢ় করতে উক্ত কনফারেন্সে ২০টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলো। প্রেস বিজ্ঞপ্তি।












