চুয়েটে ভূমিধসের সর্তকীকরণ বিষয়ক সেমিনার

| শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে ‘বাংলাদেশে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন ’ শীর্ষক সেমিনার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সেন্টার ফর রিভার হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল।

প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভারসিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ। বিভাগীয় প্রধানের সঞ্চালনায় এতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান আলোচক বাংলাদেশে ভূমিধসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী ১৭ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধফুটপাত দখল, ৮ ব্যবসায়ীকে জরিমানা