চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০২৫–২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। চুয়েট কর্তৃপক্ষ ও বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীসহ সাথে আসা অভিভাবকদের সেবা দিতে নানা পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরা সেবা প্রদানে স্টল দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবার চুয়েটে ‘ক’ গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ৮৪ জন ছাত্র ও দুই হাজার ৮৫৮ জন ছাত্রী। ‘ক’ গ্রুপের পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটায়। ‘খ’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা শুরু হবে বেলা পৌনে একটায়। ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া চুয়েট কেন্দ্রে ৮৫০০ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া দুটি উপ–কেন্দ্র সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এক হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চার হাজার ৭৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবার ভর্তিযোগ্য মোট আসন সংখ্যা ৯৩১। এর মধ্যে সাধারণ আসন ৯২০টি এবং সংরক্ষিত আসন ১১টি।












