চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে ‘ফল উৎসব-২০২১’ উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়েট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার, সহ-সভাপতি ড. মো. আজাদ হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন, নাহিদা সুলতানা, সদস্য অধ্যাপক ড. আশুতোষ সাহা ও আনিসুজ্জামান খাঁনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা উৎসবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।