চুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক সেমিনার কাল

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল অনুষদের আয়োজনে আগামী ০৪-০৬ মার্চ তিনদিনব্যাপী পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ম বারের মত অনুষ্ঠেয় উক্ত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম। তিনদিনব্যাপী এই ভার্চুয়াল কনফারেন্সে ৮টি প্লেনারি লেকচারসহ সর্বমোট ২৪টি টেকনিক্যাল সেশন রয়েছে।
এবারের কনফারেন্সে সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং কনফারেন্স সচিব হিসেবে অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল দায়িত্ব পালন করবেন। এছাড়া টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহ্‌মুদ ওমর ইমাম এবং সদস্য-সচিব হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান পালন করবেন। কনফারেন্স আয়োজনে সার্বিক সহায়তায় থাকছে রয়্যাল সিমেন্ট লিমিটেড, বিএসআরএম এবং ইউজিসি, বাংলাদেশ। কনফারেন্স সংক্রান্ত সকল তথ্যাদি কনফারেন্স ওয়েবসাইট (https://icacecuet.org)-এ পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নিজ বাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধদলের দুঃসময়ে রফিকুল-শরিফুল বড় ভূমিকা পালন করেছেন