চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ৬ষ্ঠ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিঙ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি আইসিপিএসডিটি ২০২৫’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়েটের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স এর টেকনিক্যাল চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স এর টেকনিক্যাল সদস্য সচিব ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. . আর. মারুফ এবং কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। এতে সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমা ও আরজু আক্তার আসমা।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষকগণ অংশ নেন। এতে ৩জন কীনোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত ছিলেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। উক্ত কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে ছিল চুয়েট কর্তৃপক্ষ। এতে স্পন্সর ছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ