চুয়েটে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন ২২ জানুয়ারি শুরু

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ৫০ বছরে দেশের পদার্থ বিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আগামী ২২ ও ২৩ জানুয়ারি দুইদিনব্যাপী চতুর্থবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, নরওয়ে, ভারত, জাপানসহ পৃথিবীর প্রায় ১০ টি দেশ হতে পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলা বসবে। সম্মেলনে পদার্থ বিজ্ঞান বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের সম্মেলনের থিম হচ্ছে, ‘এডভান্স অব ফিজিঙ এডুকেশন এন্ড রিসার্চ ইন সেলিব্রেশন অব গোল্ডেন জুবিলি অব বাংলাদেশ’। খবর বাসসের। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়েটের পশ্চিম গ্যালারি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচএমএআর মারুফ। এ সময় উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ড. স্বপন কুমার রায়, ড. মো. আশরাফ আলী, ড. মো. আশরাফ আলী, ড. নুসরাত জাহান, ড. মো. মুক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কাটায় ২ শ্রমিককে অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন