চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের (পিএমই) আয়োজনে আজ বৃহস্পতিবার ‘National Workshop on Occupational (EHS) and Process Safet’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রোগ্রাম সভাপতি ও পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, মোহাম্মদ মামুন উর রশিদ, অমিত দাশ এবং আবু সায়েম বিশ্বাস।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যন মোহাম্মদ মুসলিম চৌধুরী। গেস্ট অব অনার থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, জাতীয় কর্মশালার কনভেনর ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন–উর–রশিদ।
সভাপতিত্ব করবেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। কী–নোট স্পীকার বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান, কাফকোর নিরাপত্তা ম্যানেজার প্রকৌশলী মো. জাহিদুল হক, সুপার পেট্রোকেমিক্যালের সিইও প্রণব কুমার সাহা, ইস্টার্ন রিফাইনারির লিমিটেড ম্যানেজার (প্রোসেস কন্ট্রোল) মো. সাজ্জাদ হোসাইন, এসকেএসের সিইও মশি উদ দুজা, মার্স্কের হেলথ, সেইফটি, সিকিউরিটি এন্ড এনভায়রনমেন্টের হেড মোহাম্মদ জাহিদ আল করিম, আইওটিএর সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (পেট্রোলিয়াম) অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। কর্মশালায় যমুনা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ণ রিফাইনারী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ ৩১টি শিল্প প্রতিষ্ঠানের ৫৭ জন প্রফেশনাল অংশগ্রহণ করবেন। এছাড়া সরকারি– বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থী ও ফ্রেশ গ্রাজুয়েটসহ মোট ১৪১ জন অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












