চুয়েটে ছাত্রকল্যাণ দপ্তরে বরণ ও বিদায় সংবর্ধনা

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সাবেক পরিচালক ও উপ-পরিচালকগণের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও উপ-পরিচালকগণের বরণ অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে টিএসসি ভবনস্থ ছাত্রকল্যাণ পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। নবনিযুক্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মাতৃভাষার বই পেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধগার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের শীতবস্ত্র বিতরণ