চুয়েটে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্টাফ’শীর্ষক প্রশিক্ষণ

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্টাফ’শীষর্ক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। রিসোর্স পার্সন ছিলেন একাউন্টিং এ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান এম. আমিনুর। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো, ইমরান হোসেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ৩৫৩ সদস্য মোতায়েন, ড্রোন নজরদারি ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু
পরবর্তী নিবন্ধআজ উত্তর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল