চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস’ শীষর্ক ট্রেনিং গতকাল বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর ও একাউন্টিং এ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান এম আমিনুর। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












