চুয়েটে এমআইই বিভাগের কার্নিভাল সম্পন্ন

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের উদ্যোগে বিদায় ও নবীন বরণ উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। র‌্যালিতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, এমআইই বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাকর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে কার্নিভাল এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সেমিনারে কীনোট স্পিকার ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব বিজনেস সমীর পাল। স্বাগত বক্তব্য রাখেন কার্নিভালের আহ্বায়ক অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহত
পরবর্তী নিবন্ধকেঁওচিয়া ৪ নং ওয়ার্ডের সদস্য হলেন মফিজুর