চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেলের যৌথ উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন আর্কিটেকচার (আইসিজিআরএ ২০২৫)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় চুয়েট স্থাপত্য বিভাগের জুরি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কনফারেন্স কো–চেয়ার ও বিভাগের সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ, সহযোগী অধ্যাপক সজীব পাল, সহকারী অধ্যাপক ড. নুসরাত জান্নাত এবং সাঈদা তাহমিনা তাসনিম।
স্থাপত্য বিভাগের কনফারেন্সটিতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে শীর্ষ স্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও রিসার্চারগণ অংশ নিবেন। এতে ২ জন কি–নোট স্পিকার উপস্থিত থাকবেন। কনফারেন্সে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া আরও থাকবে পোস্টার প্রদর্শনী, একটি যৌথ আন্তর্জাতিক পিএইচডি রিসার্চ সেমিনার এবং এনভায়রনমেন্ট আর্কিটেকচার’র ওপর ৫টি প্যারালেল কর্মশালা। বিভিন্ন দেশ থেকে ৬টি পিএইচডি গবেষণা উপস্থাপিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।









