চুয়েটে আউটকাম বেইসড কারিকুলাম বাস্তবায়ন বিষয়ে কর্মশালা

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আয়োজনে আউটকাম বেইসড কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এতে গেস্ট অব অনার ছিলেন উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রাণী সরকার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

প্রধান অতিথি বলেন, উন্নত বিশ্বে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বতন্ত্র টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার রয়েছে। শিক্ষাব্যবস্থার সাথে নিজেদের সমানতালে এগিয়ে নিতে ট্রেনিংয়ের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে স্মার্ট এডুকেশন দরকার। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্ট শিক্ষকের প্রয়োজন। তবেই দেশ উপকৃত হবে। তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাডেমিয়ার সংযোগ এখনও আশানুরূপ নয়। মাসে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের এক্সপার্ট লোকেদের নিয়ে ক্যারিয়ার সেমিনার করা উচিত। গ্র্যাজুয়েটরা তখন ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে সচেতন হবে। তাহলেই দুই পক্ষের মাঝে সেতুবন্ধন রচিত হবে। ইউজিসি ইন্ডাস্ট্রিএকাডেমিয়া কোলাবোরেশন মজবুত করতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়ন কমিটিতে ইন্ডাস্ট্রির এবং অ্যালামনাই প্রতিনিধি রাখার বিধান প্রচলন করেছে। এতে করে দেশে শিক্ষার যথাযথ প্রয়োগ এবং সুফল পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডা. এস এম কাউসার মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২