চুয়েটের সাথে ইবনে সিনার স্বাস্থ্যসেবা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাথে ইবনে সিনা ট্রাস্টের স্বাস্থ্যসেবা বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে সহকারী জেনারেল ম্যানেজার নিয়াজ মাখদুম শিবলী স্বস্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে লিগ্যাল ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা এবং সহকারী রেজিস্ট্রার জনাব মো. জোবায়ের হোসেন এবং ইবনে সিনার পক্ষে সিনিয়র সহকারী ম্যানেজার (প্রশাসন) মুহিব্বুল্লাহ ও সিনিয়র সহকারী ম্যানেজার মো. তৈয়্যুবুর রহমান স্বাক্ষর করেন। এ সময় চুয়েট শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. .. জিয়াউল হায়দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় আগামী দুই বছর ইবনে সিনা ট্রাস্টের দেশের সকল শাখা থেকে চুয়েট পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদসগণ বিভিন্ন স্বাস্থ্যসেবা তথা প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৪০%, র‌্যাডিওলজিক্যাল টেস্টে ৩০% ও সকল ধরনের বেড ও ক্যাবিনের উপর ১০% পর্যন্ত ছাড়ের সুবিধা ভোগ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইপসার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নিজ টিচিং সেন্টার স্থাপনে চুক্তি