চুয়েটের অর্থ কমিটির ৬৭তম সভা

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অর্থ কমিটির ৬৭তম সভা গতকাল বুধবার সিন্ডিকেট কক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

বহিঃ সদস্য হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এস এম কাসেম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েট এর কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধহাসিনার রায় কর্তৃত্ববাদী শাসকের জন্য সতর্কবার্তা