চুয়েটের অর্থ কমিটির সভা

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৫৭তম সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেঁয়াগড়ে বৈদিক পরিষদের সভা
পরবর্তী নিবন্ধনারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার আহবান