চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকার লতিফপুর স্কুলের পাশে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১০টার দিকে ওই এলাকার হান্নানের ভাড়ার ঘরে এ আগুন লাগে। রান্নার চুলা থেকে লাগা আগুনে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্টোল রুম থেকে অপারেটর খলিলুর রহমান দৈনিক আজাদীকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে লাগা আগুনে ৬টি বসতঘর পুড়ে যায়।
তিনি আরও বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।