হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চারিয়া এলাকার মুরাদপুর গ্রামে মোজাম্মেল চৌধুরীর বাড়িতে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগর নামে এক ব্যাক্তির ঘরে গতকাল শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটেছে জানা গেছে। তবে কথিত ব্যবসায়ীর মো. আজম নামে পরিচয় দানকারী শ্যালক বলছেন এটা ডাকাতি নয়, হয়েছে চুরি।
ডাকাত কবলিত পরিবারের গৃহকর্তা ব্যবসায়ী মো. জাহাঙ্গীর সওদাগর জানান, গতকাল শনিবার রাত আটটার দিকে ৭/৮ জনের মুখোশ পরা একদল সশস্ত্র ডাকাত তার ঘরের পিছনের টিনের দরজা দিয়ে ভিতরে ঢুকে ঘরে থাকা তার স্ত্রী নিলু আকতারকে ওড়না দিয়ে চোখ বেঁধে ফেলে। এই সময় ডাকাতেরা ছুরিকাঘাতে জীবননাশের হুমকি দিয়ে ঘরে রক্ষিত নগদ ৪৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ঘটনার সময় আর কেউ ঘরে ছিল না।
কথিত ব্যবসায়ীর ৭ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আছিফ সেই সময় প্রাইভেট পড়তে গিয়েছিল। ডাকাতদল ঘরে ঢুকে লাইট বন্ধ করে দেয়।
ছেলে আছিফ প্রাইভেট পড়ে এসে তার মাকে ডাকাডাকি করলে ডাকাতেরা পালিয়ে যায় বলে উল্লেখ করেন মো. জাহাঙ্গীর। তবে ডাকাত কবলিত গৃহকর্তার শ্যালক পরিচয় দানকারী মো. আজম নামে একজন ফোনে জানান এটি ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গণমাধ্যমের পক্ষ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, “অনেক কষ্টে অভিযোগকারীর পরিবারকে থানায় এনেছি। তার সাথে গণমাধ্যমকর্মীদের সংযোগ করিয়ে দিলে ঘটনার বিষয়ে অপর প্রান্ত থেকে মো. আজম নামে জাহাঙ্গীর সওদাগরের শ্যালক পরিচয় দানকারী এক ব্যক্তি জানান এটা সন্ধ্যার ঘটনা, ডাকাতি নয় চুরি হবে।” তার দুলাভাই ভুল তথ্য দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।