চুরি, ছিনতাই, ইয়াবা বেচাকেনার প্রতিবাদ করায় মারধর, লোহাগাড়ায় প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৮:১৩ অপরাহ্ণ

স্বৈরাচার পতনের পর থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর উত্তর পশ্চিম পাড়ে দীর্ঘদিন ধরে পথচারীকে থামিয়ে চুরি, ইভটিজিং, ইয়াবা বেচাকেনার প্রতিবাদ করায় পদুয়া মাস্টার পাড়াসহ পার্শ্বের এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাসী।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টার দিকে পদুয়া মাস্টার পাড়া বাসীর আয়োজনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম, এলাকার বাসিন্দা যুবদল নেতা প্রবাসী সাইফুল ইসলাম, মোহাম্মদ রিদুওয়ান, আবছারসহ পদুয়া মাস্টার পাড়ার মহিলা ও পুরুষরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে মহিলাদের উপস্থিতি ছিল দেখার মত।

বক্তারা বলেন, আমাদের এলাকার পার্শ্বে কোন চুরি, ডাকাতি, ছিনতাই ও ইয়াবা কারবারীদের স্থান হবেনা। এলাকার মা বোন ও ভাইয়েরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হচ্ছে।

প্রশাসনের কাছে অনুরোধ অপরাধীদের কঠোরভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। সিকদার দিঘী কোণ এলাকায় পুলিশি টহল জোরদার করতে হবে। আমাদের এলাকায় আর কোন অন্যায় অবিচার আমরা দেখতে চাইনা। আগামীতে আমাদের মাস্টার পাড়ায় ও আশপাশে কোন ইয়াবা বেচাকেনার লোক, ইভটিজিং ও মাদক কারবারীদের দেখলে আমরা কঠোরভাবে প্রতিহত করব।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় জামায়াত নেতাকর্মীসহ আহত ১০