চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রতিবেশী এক যুবক। এসময় হঠাৎ ঘুম ভেঙে গিয়ে চোরকে চিনে ফেলেন গৃহবধূ। তাকে নাম ধরে ডাক দিতেই ধারালো অস্ত্রের সাহায্যে জবাই করে গৃহবধূকে হত্যা চেষ্টা করে চোর। এতে গৃহবধূর গলার কাছে থুতনিতে গভীর ক্ষত হয়ে কেটে ঝুলে যায়। তবে দ্রুত হাসপাতালে নেয়ায় ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। কিছুটা সুস্থ হলে তিনি হাসপাতাল থেকে ভিডিওবার্তার মাধ্যমে পুলিশকে ঘটনার বিবরণ দেন। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম মো. ওবাইদুল আলম (২৯)। তিনি ওই এলাকার শাহ আলম মিয়ার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী নারীর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ে এবং একই এলাকার আবদুর রউফের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বোন জামাই এনাম উদ্দিন তালুকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ জুন ভোররাত সাড়ে ৪টার দিকে গৃহবধূর সাথে এই ঘটনা ঘটায় প্রতিবেশী যুবক ওবাইদুল। সে প্রায়শই গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং ঘটনার দিন মূলত তার কাছে ৪০ হাজার টাকা আছে জানতে পেরে চুরির উদ্দেশ্যে সে ওই ঘরে প্রবেশ করে। এসময় তাকে চিনে ফেলায় গৃহবধূর সাথে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী আনোয়ারা।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জবানবন্দীতে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওবাইদুলকে পোমরা বার আউলিয়া এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।