চুরির ৩৬ ঘণ্টার মধ্যে স্বর্ণ–রুপা–মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযান

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের তৎপরতায় স্বর্ণ চুরির একটি ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে চোরাই মালামালসহ গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুয়েল (৩২), মোঃ হৃদয় (২১) ও মোঃ শরীফ (২৮)।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার পরিত্যক্ত সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধট্রেনের নিচে ঝাঁপ দিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর আত্মহত্যা