চুরির মামলায় চট্টগ্রামে গ্রেফতার ২

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অভিযানে নিয়মিত চুরি মামলার ২ আসামি মোঃ শাহিন কবির (২৭) ও জাওয়াদুল করিম খাঁন (২০)কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে থানা পুলিশ। গতকাল চান্দগাঁও থানাধীন ওসমানিয়া পুলের গোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা গতবছরের নভেম্বর মাসের ৬ তারিখ চান্দগাঁও থানায় দায়ের হওয়ায় ৪নং মামলার আসামি ছিলেন।

মোঃ শাহিন কবির কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মাস্টার বাড়ি এলাকার মোঃ মনির হোসেনের ছেলে। জাওয়াদুল করিম খাঁন, চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল চৌধুরী পাড়ার আলী আজম খাঁনের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধকানাডা মেক্সিকো চীনের ওপর শুল্কের খড়গ মার্কিন পুঁজিবাজারে পতন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার