চুরির বিপুল অর্থ দেখে চোরের হার্ট অ্যাটাক

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

চুরি করতে গিয়ে চোরের লক্ষ্য থাকে বেশি বেশি জিনিস হাতিয়ে নেয়ার। আর নগদ অর্থ পেলে তো কথাই নেই। কিন্তু সমপ্রতি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে ভারতের উত্তরপ্রদেশ। ওই রাজ্যেই এক চুরির ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় অবস্থা। চোর এসেছিল চুরি করতে। কিন্তু এতটা সে আশা করেনি। চুরি করার পর থলিতে বিপুল পরিমাণ অর্থ দেখে রীতিমতো নিজেরই অজ্ঞান হওয়ার উপক্রম হয়। আনন্দ আর বিস্ময়ে কী করবে ভেবে না পেয়ে কিছু সময়ের মধ্যেই হার্ট অ্যাটাক হয় চোরের। গত মাসের ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের দেহাত এলাকার এক পাবলিক সার্ভিস সেন্টারে ওই চুরির ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্তে নামে বিজনৌর থানার পুলিশ। সমপ্রতি দুই চোরের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষেপেছেন ইমরান খান
পরবর্তী নিবন্ধঅনলাইনে জান্তা সমালোচকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা