নগরীর খুলশী থানা এলাকার একটি ভবনের পার্কিংয়ের নিচ থেকে চোরাই মোটরসাইকেল চোর চক্রের তিন জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই বাইক উদ্ধার করা হয়।
গত রবিবার নাসিরাবাদ এলাকার আলফালা গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুলশী থানা পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা নগরীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে এক জায়গায় জড়ো করে। তারপর বিক্রি করে। আলফালা গলি এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে। এরপর ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার ঘষামাজা করে, কালার পরিবর্তন করে। পরে জাল–জালিয়াতির মাধ্যমে ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন করে ভুয়া ডকুমেন্টস বানিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়।












