চুরির অভিযোগে তুলে নেয় কিশোরকে, পরে মিলল ঝুলন্ত লাশ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ৫নং ওয়ার্ড পানিরছাড়া এলাকায় টাকা চুরির অভিযোগে তুলে নেয়ার পর মোহাম্মদ রায়হান (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন নিজ বাড়ির পেছনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। নিহত কিশোর ওই এলাকার মো. আনিস রহমানের পুত্র।

নিহত কিশোরের পিতা আনিসুর রহমান জানান, রায়হান লিংকরোড স্টেশনের বাদশা মিয়া নামের এক আত্মীয়ের দোকানে চাকরি করতো। ওই দোকান থেকে ৭২ হাজার টাকা চুরি করার অভিযোগে শুক্রবার রায়হানকে তার বাড়ি থেকে তুলে করে নিয়ে যায় দোকানের মালিকসহ তার স্বজনরা। এ সময় কিশোরের পিতাকেও মারধর করে তারা। এরপর থেকে রায়হানকে আটকে রেখে মারধর করা হয়। এর মধ্যে গতকাল ভোরে নিজ বাড়ির পেছনে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

নিহত কিশোরের পিতা দাবি করেছেন, সদরের ঝিলংজার দরগাহ পাড়ার বাদশা মিয়ার পুত্ররা রায়হানকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মরদেহ বাড়ির পেছনে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে রামু থানার একদল পুলিশ কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধারকারী রামু থানার উপপরিদর্শক আব্দুল খালেক জানান, একটি ছোট গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের পর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। ময়নাতদন্তের পর দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনা আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে সাগরে ভেসে যাওয়া ২ কিশোরের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে নির্বাচন রুখে দেওয়ার শক্তি কারো নেই : সালাহউদ্দিন