‘চুরির অপবাদে’ ৩ শিশুর চুল কেটে দিলেন পৌর মেয়র

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদে প্রকাশ্যে তিন মাদ্রাসাছাত্র শিশুর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় পৌর মেয়রের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হালিম সিকদারের বিরুদ্ধে এই অভিযোগ করেন শিশুদের অভিভাবক। ১১ বছর, ৯ বছর ও ৭ বছর বয়সী এই তিন শিশুর প্রথমজন স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ এবং দ্বিতীয়জন তৃতীয় শ্রেণির ছাত্র। অপরজন স্থানীয় একটি মক্তবে পড়েন বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন। খবর বিডিনিউজের।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রামচন্দ্রদী বাজার এলাকায় সরকারি জায়গার উপর মেয়র হালিম সিকদারের একটি টেক্সটাইল কারখানা রয়েছে। সম্প্রতি কারখানাটি উচ্ছেদ করলে কিছু যন্ত্রপাতি এদিকওদিক ছড়ানো ছিল। সকালে দুই শিশু সেখানে খেলছিল। তাদের একজনের হাতে একটি শেকল দেখতে পান মেয়র। পরে তিনি ওই দুইজনের হাত পেছনদিক করে বেঁধে অপর আরেক শিশুর বাড়িতে গিয়ে তাকে ধরে আনেন। পরে তিনজনকে একইভাবে বেঁধে পুরো গ্রাম ঘোরান। তাদের মারধরও করেন তিনি। প্রায় তিন ঘণ্টা এভাবে ঘোরানোর পর বাজারে নিয়ে প্রকাশ্যে তিনজনের চুল কেটে দেন।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারিতে মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন চট্টগ্রামের নতুন কমিটি