চুরিকাণ্ডে পরিচালকের পদত্যাগ, ব্রিটিশ মিউজিয়ামে অচলাবস্থা

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

 

ব্রিটিশ মিউজিয়াম থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া দেড় হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন এর পরিচালক হার্টউইগ ফিশার। একইসঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ইস্তফা দিয়েছেন তার ডেপুটি জোনাথন ইউলিয়ামসও। বছরের পর বছর ধরে চুরির বিষয়টি নিয়ে হুইসেলব্লোয়াররা সতর্ক করলেও কোনোভাবেই তা ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ। শেষমেষ দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তৈরি হয়েছে আরও অচলাবস্থা। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পরিচালক হিসেবে সাত বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন হার্টউইগ ফিশার। খবর বিডিনিউজের।

তিনি বলছেন, চুরির বিষয়ে মিউজিয়াম সর্বসম্মতভাবে সাড়া দেয়নি’, যেটি ২০২১ সালে তথ্যপ্রমাণের নথিপত্র দাখিলের সময় করা উচিত ছিল। ফিশারের পদত্যাগের ঘোষণার তিন ঘণ্টা পর তার ডেপুটি জোনাথন উইলিয়ামস জানান, ওই ঘটনায় ব্রিটিশ মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন নির্দেশিত স্বাধীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় তিনি স্বাভাবিক দায়িত্ব থেকে বিরত থাকবেন।

ফিশার এসব ঘটনায় হুইসেলব্লোয়ারদের একজন ড্যানিশ পুরাকীর্তি বিশেষজ্ঞ ইটাই গ্রেডেলের উপর কিছু দোষ চাপানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেন। গ্রেডেল তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। ফিশার বলেন, তার এ মন্তব্য ভুল বিচার করা হয়েছে এবং সেগুলো তিনি প্রত্যাহার করছেন। টেলিগ্রাফ জানিয়েছে, এক সপ্তাহ আগে চুরিকাণ্ডে ভুল তদন্তের বিষয়টি সামনে আসার পরই পরিচালক ফিশারের পদত্যাগ অনিবার্য হয়ে উঠেছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে যা কিছু ঘটেছে তা ঠিক করে মিউজিয়ামে আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন চেয়ারম্যান জর্জ অসবোর্ন। ফিশার ও তার ডেপুটি দায়িত্ব ছেড়ে দিয়ে মিউজিয়ামকে সংকটের পরিস্থিতিতে ফেলে দিয়েছেন বলে জানান তিনি। এই পরিস্থিতিকে অস্থির সময় হিসেবে বর্ণনা করেন। আপাতত অস্থিরতার এই পরিস্থিতি সামলাতে এখন একজন অন্তর্বর্তীকালীন পরিচালক নিয়োগ করতে হবে তাকে।

পরিচালক ফিশার বলেন, গত কয়েকদিন ধরে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরির ঘটনা ও সেগুলোর তদন্তের বিস্তারিত পর্যালোচনা করছি। এটি স্পষ্ট যে ২০২১ সালে চুরির বিষয়ে সতর্কতামূলক যে প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল, সেটি পুরোপুরি করা হয়নি। আর সেখান থেকেই আজকের সমস্যা।

পূর্ববর্তী নিবন্ধবাড়তি মদ নষ্ট করছে ফ্রান্স খরচ হচ্ছে ২০ কোটি ইউরো
পরবর্তী নিবন্ধওয়াগনার যোদ্ধাদের আনুগত্যের শপথ নেওয়ার আদেশ পুতিনের