আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ১৩ মে চুয়েট স্কুল অ্যান্ড কলেজে আহরণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রুনু মজুমদার। প্রধান অতিথি ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। তিনি আহরণের সারমর্ম উপস্থাপন করেন। সভার সঞ্চালক সহকারী শিক্ষক মিছবাহুন নিছা আহরণের ২৮ বছর পূর্তি উপলক্ষে রচিত সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। আহরণ ঘোষণাপত্র, আহরণ উদ্যোগসমূহ, আহরণ কণিকা ও আহরণ ভাবধারা পরিবেশন করেন শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী, মনিষা দাশগুপ্ত, মো. জয়নাল আবেদীন ও মো. নাসির উদ্দিন চৌধুরী। সভায় অংশগ্রহণ করেন শিক্ষক মো. আবদুল্লাহ আল আহ্সান ও শিক্ষক ইলা রানী। প্রেস বিজ্ঞপ্তি।