চুয়েট শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন ও দেয়াল লিখন

রাউজান প্রতিনিধি | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন হলে অবস্থানকারী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন। তারা শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্বিচার হত্যার প্রতিবাদ জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিসহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থী বলেছেন, দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠুর নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে তারা গ্রাফিতির এই কর্মসূচি নিয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত শিক্ষার্থী ভাইবোনদের হত্যা, আটক, গ্রেপ্তারসহ শিক্ষকদের অবমাননা ও শিক্ষার্থীদের মুক্তির দাবি নিয়ে রং তুলি হাতে অহিংস প্রতিবাদ জানিয়ে যাবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ বসতঘর