চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে আগামী ০৮–১০ মে MIE ROBOLUTION ১.০ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১২.৪০টায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, মনোয়ার ওয়াদুদ হৃদয়, সঞ্জীব রায়, নুসরাত সুলতানা ও এমআইই বিভাগের প্রভাষক ইমরান হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় উক্ত প্রতিযোগিতায় থাকছে বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলগত উদ্ভাবনী প্রতিযোগিতা, রোবট দ্বারা পরিচালিত আকর্ষণীয় ফুটবল ম্যাচ, স্পিড ও প্রিসিশনভিত্তিক রোবট রেসিং, মেকানিক্যাল ডিজাইন দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা, বাস্তবসম্মত রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকল্প ও ধারণার প্রদর্শনী, দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে জ্ঞান ও অনুপ্রেরণার আয়োজন, ক্যাম্পাস জুড়ে প্রমোশনাল ও উদ্বুদ্ধমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি ক্রিকেট টুর্নামেন্ট।
আগামী ৮ মে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।