চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফলাফলের চূড়ান্ত তালিকা চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে মোট ১৬০০ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্য থেকে ‘ক’ গ্রুপের মেধা তালিকার প্রথম ১৫০০ জনকে ও ‘খ’ গ্রুপে মেধা তালিকার প্রথম ১০০ জনকে আগামী ৯ এপ্রিল ভর্তি হওয়ার জন্য ডাকা হচ্ছে। ১ম ধাপে ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ১১টি সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি আসনে সর্বমোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ গ্রুপে মোট ১৮ হাজার ৪৮১ জন, ‘খ’ গ্রুপে মোট ১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) গ্রুপ ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।