চুয়েটে স্টাফ এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ( ইউজিসি) অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা বাতিল করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের এই স্কীম থেকে আওতামুক্ত রাখার দাবিতে চুয়েট স্টাফ এসোসিয়েশনের চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গত রোববার ও পালন করা হয়। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ঘোষিত এই কর্মসূচিতে গত রোববার সকালে চুয়েট ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সভা হয়েছে। সকালে স্টাফ এসোসিয়েশন চুয়েট ভিসির দপ্তরের সামনে বিক্ষোভ করে। এরপর তারা এই দাবিতে মিছিল নিয়ে কাপ্তাই সড়কে এসে চুয়েট প্রধান গেইট এর সামনে বসে প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্য, উপদেষ্টা মেহেদী হাসান শাহ্‌, উপদেষ্টা আবদুল আল হান্নান, মাসুদ হোসেন রুবেল, মো. আজিজুর রহমান, কুলসুমা বেগম, আল ফাহাদ খান, মো. হুমায়ুন কবির, মো. আরিফ হোসেন, প্রিয়তোষ চক্রবর্ত্তী, সাব্বির খান, আবু মনছুর নয়ন। সভা শেষে ভিসি ভবনের সামনে এসে এদিনের কর্মসূচি শেষ করে।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ