চুয়েটে শুরু হয়েছে জাতীয় কংক্রিট উৎসব ২০২৫

চুয়েট প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ৯:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে জাতীয় কংক্রিট উৎসব ২০২৫। দুইদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবটির আয়োজন করেছে চুয়েটের আমেরিকান কংক্রিট ইন্সটিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার। 

জাতীয় কনক্রিট উৎসবটি মূলত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একক বা দলগতভাবে অংশগ্রহন করবেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে ৫ টি প্রতিযোগিতা।যেমন, গেম অব ট্রাস, মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতা,কনক্রিট সল্যিউশন প্রতিযোগিতা, আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্যে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট রেখেছে প্রায় ১ লক্ষ টাকার নগদ অর্থ পুরষ্কার। 

অনুষ্ঠানটির প্রথম দিন হিসেবে আজ ১১ এপ্রিল (শুক্রবার) সকালে চুয়েটের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনে গেম অব ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে প্রতিযোগিরা আইসক্রিমের কাঠি দিয়ে  বিভিন্ন সেতুর আদল নির্মাণ করেন। পরবর্তীতে তাদের নির্মিত আদলের পিছনের যুক্তি ও প্রকৌশল কলা নিয়ে বিচারকরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন। এর মাধ্যমেই প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

প্রথমদিনের অভিজ্ঞতা সম্পর্কে চুয়েটের পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌভিক দেব বলেন, আজকে আমরা কাঠি দিয়ে সেতুর আদল তৈরি করেছি। প্রায় ৩ ঘন্টা সময় নিয়ে এই কাজটি করা হয়েছে। অনেক উপভোগ করেছি। কাল আমাদের মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতাও আছে। সেটি নিয়েও আমরা বেশ উৎসাহী।

জানা যায়, অনুষ্ঠানটির দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল মর্টার ওয়ার্কেবিলিটি সহ বাকি প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে যার পাশাপাশি নির্মিত সেতুর আদলগুলো কি পরিমাণ ওজন বহন করতে পারে তা পরিমাপ করা হবে। সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ২ দিনব্যাপী এই উৎসবটির সমাপ্তি টানা হবে। 

এই আয়োজন সম্পর্কে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সভাপতি জোহায়ের মাহতাব বলেন, চুয়েটে ২য় বারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় কনক্রিট উৎসব। তাই৷ আমরা সবাই অনেক বেশি খুশি ও উৎসাহী। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি আমাদের এই আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা গবেষণা ও সমস্যা সমাধানধর্মী কাজে আরো উৎসাহ পাবে।

এ প্রতিযোগীতায় অংশগ্রহণ কারী অত্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা রহমান বলেন, আজকের প্রতিযোগিতার প্রথম দিন ছিল এবং এটি শুরু হয়েছিল ট্রাস কম্পিটিশিন এর মধ্য দিয়ে। এই প্রতিযোগিতাটি টি আমার জন্য সত্যিই বিশেষ । যেমন আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো লেগেছে। প্রথম বার ট্রাস বানানো, আশে পাশের সকলের অনুপ্রেরণা সত্যিই প্রশংসনীয় ছিলো। আজকের দিনটা ছিল ভীষণ প্রাণবন্ত ও শিক্ষামূলক। ব্যবস্থাপনা খুব সুশৃঙ্খল ছিলো। আমার খুবই ভালো লেগেছে প্রথম বারের মতো নিজের হাতে ট্রাস বানাতে।

জাতীয় এই উৎসবটির মাধ্যমে কনক্রিট ও প্রকৌশল বিদ্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আরো আগ্রহ তৈরি হবে বলে আশাবাদী অনুষ্ঠানটির আয়োজকরা। উল্লেখ্য, এসিআইয়ের এই উৎসবের স্পন্সর হিসেবে থাকছে হলিসিম, কনসোল ও এসিআই লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধকাজীরখীল ক্রীড়া এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকেজিপ্রতি উৎপাদন খরচ ৮ টাকা, মিলছে ৩ টাকা