চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এবং ইস্পাহানি টি লিমিটেডের সহযোগিতায় প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পুরকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ মুখোমুখি হয়। এতে যন্ত্রকৌশল অনুষদ ১০ গোলের ব্যবধানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদকে পরাজিত করে। যন্ত্রকৌশল অনুষদের পক্ষে জয়সূচক গোলটি করেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলরের পক্ষে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসানসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের সুপার থ্রি ম্যাচে লামাবাজারের জয়
পরবর্তী নিবন্ধলাকী স্টার ক্লাবের শুভ সূচনা