চুয়েটে তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

চুয়েটের তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান।

তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য অধিকার আইন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্য ও সহকারী রেজিস্ট্রার মো. জোবায়ের হোসেন। কর্মশালায় কম্পট্রোলার অফিসের ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, প্রোগ্রামার মো. নূর উদ্দিন চৌধুরী, সহকারী কম্পট্রোলার মো.জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এক র‌্যালি প্রশাসনিক ভবন থেকে গোল চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন
পরবর্তী নিবন্ধজাতিসংঘের তিন বিশেষজ্ঞের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ