চুয়েটে চালু হলো ‘শিক্ষার্থীদের অনলাইন ক্লিয়ারেন্স’ সিস্টেম। ুগতকাল সোমবার সিস্টেমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই সিস্টেম সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত: ক্লিয়ারেন্স ফরম নিয়ে শিক্ষার্থীদের খুব দুর্ভোগে পড়তে হতো। প্রায় ২০০ জনের স্বাক্ষর গ্রহণ করতে হতো এই ম্যানুয়াল ক্লিয়ারেন্স ফরমের জন্য। অনেক ক্ষেত্রে স্বাক্ষরকারীকে না পাওয়ার কারণে এই কাজ সম্পাদনে দীর্ঘসূত্রিতা দেখা দিত। বর্তমানে চালু কৃত অনলাইন ক্লিয়ারেন্স ফরমের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ বিভাগ, নিজ হল এবং কেন্দ্রীয় লাইব্রেরীতে গমন করতে হবে। অন্যান্য সকল স্বাক্ষর আইআইসিটি, চুয়েট কর্তৃক তৈরীকৃত সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এই ক্লিয়ারেন্স ফরমের জন্য বিভিন্ন শাখা তাদের পাওনা,অভিযোগ,জরিমানার এন্ট্রি দিতে পারবে। এ সকল অভিযোগ সমাধানের মাধ্যমে তার অনলাইন ক্লিয়ারেন্সের কাজ সম্পাদিত হবে। যেকোন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার ৪৮ ঘন্টা সময়ের মধ্যে সকল অভিযোগ নিষ্পত্তি সাপেক্ষে নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইন ক্লিয়ারেন্স জেনারেশনের আবেদন সাপেক্ষে ক্লিয়ারেন্স প্রাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।