চুয়েটে এবার একক ভর্তি পরীক্ষা,উপস্থিতি ৮২.৬০ শতাংশ

নগরের ৪ উপকেন্দ্রেও পরীক্ষা, ফল ২২ ফেব্রুয়ারি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশল গুচ্ছ পদ্ধতি ভেঙে যাওয়ায় একক ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে চুয়েট। গতকাল শনিবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়। এবার ভর্তি পরীক্ষার আবেদন করে ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ২০ হাজার ১২২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৬২১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮২ দশমিক ৬০ শতাংশ। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায়।

চুয়েট ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম নগরের আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অংকন অনুষ্ঠিত হয়। চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি। ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায়।

প্রসঙ্গত, ২০২১২২ শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছের অধীন কুয়েট, রুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হতো। এরপর ২০২২২৩ ও ২০২৩২৪ শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে চুয়েট কর্তৃপক্ষ।

যানজটে দুর্ভোগ : রাউজান প্রতিনিধি জানান, কাপ্তাই সড়কের যানজটের কারণে চুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। চুয়েটগামী গাড়িগুলো যানজটে আটকা পড়লে নির্ধারিত সময় কেন্দ্রে পৌঁছানো নিয়ে উৎকণ্ঠায় থাকেন পরীক্ষার্থীরা। এ সময় অনেকে যানজটে আটকে থাকা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কেন্দ্রে যান। তবে শেষ পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধবরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগাং