চুয়েটে একাডেমিক ও দাপ্তরিক কাজ বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তাকর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে বন্ধ রয়েছে চুয়েটের সব ধরনের একাডেমিক ও দাপ্তরিক কাজ। ইতিপূর্বে স্থগিত ঘোষণা করা হয়েছে চুয়েটের বিভিন্ন বিভাগে চলমান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা কর্মসূচি পালন করেন। দাবি না মানা হলে আগামী ৭ জুলাই থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তারা। চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন বলেন, আমরা সরকারের বিরুদ্ধে নই। কিন্তু যতদিন আমাদের ন্যায্য দাবিগুলো না মানা হবে ততদিন আন্দোলন চালিয়ে যাব।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি জি এম সাদিকুল ইসলাম বলেন, যেহেতু এখনো আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আন্দোলন চালিয়ে যাব। তিনি জানান, আন্দোলনের অংশ হিসেবে তারা অফিস করলেও একাডেমিক ও দাপ্তরিক কাজ না করে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধআখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনেও অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়